Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ জুন, ২০১৬ ০৩:১১
শিল্পকলায় ‘কঞ্জুস’
সাংস্কৃতিক প্রতিবেদক
শিল্পকলায় ‘কঞ্জুস’

লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে দর্শকনন্দিত হাসির নাটক ‘কঞ্জুস’। গত সন্ধ্যায় একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হয়।

ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেন তারিক আনাম খান ও নির্দেশনায় ছিলেন লিয়াকত আলী লাকী। কৃপণ ব্যক্তির গল্প নিয়ে নাটকটির কাহিনী বিন্যস্ত হলেও নাটকটির পরতে পরতে প্রতিটি দৃশ্যেই হাস্যরসের মাধ্যমে উপভোগ্য করে তোলেন অভিনয়শিল্পীরা। পুরান ঢাকার আদি ভাষার সংলাপের প্রয়োগের কারণে ‘কঞ্জুস’ নাটকটি নাট্যানুরাগীদের হাসির খোরাক জুগিয়েছে। ‘কঞ্জুস’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জেবুন্নেসা সোবহান, আজিজুর রহমান সুজন, জিয়াউদ্দিন শিপন, রুবেল শঙ্কর, মাসুদ সুমন, আবু বকর বকশী, শামিমা ইসলাম তুষ্টি প্রমুখ। প্রসঙ্গত, ‘কঞ্জুস’ নাটকটিই এ দেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক। গত সন্ধ্যায় নাটকটির ছিল ৬৩৮তম প্রদর্শনী।

এই পাতার আরো খবর
up-arrow