শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত

কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভার আগেই অনুমোদন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়েছে। ১২১ সদস্যের এ তালিকা কয়েক দিনের মধ্যেই কেন্দ্রে যাচ্ছে বলে জানান চট্টগ্রামের নেতারা। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভার আগেই চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হতে পারে বলে জানান শীর্ষ নেতারা। এর আগে গত বছরের ২০ জুলাই আলমগীর টিপুকে সভাপতি ও ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কিন্তু সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে ৯ ফেব্রুয়ারি কমিটি স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এদিকে দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। দীর্ঘদিন রাজনৈতিক পরিচয়হীন থাকায় অনেকে হতাশও হয়ে পড়েছেন। তবে স্থগিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের আশ্বাসের ফলে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘১১ অথবা ১২ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা। তার আগেই চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো না এলে গঠনতান্ত্রিকভাবেই চবি কমিটির বিষয়ে বর্ধিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘কিছু সমস্যার কারণে চবি ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তালিকা কেন্দ্রে পাঠানো হলে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে।’ তবে এখানে ত্যাগী ও যোগ্য নেতারাই নেতৃত্বে আসবেন বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু বলেন, ‘কেন্দ্রীয় কমিটি দ্রুত পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। আমরা অনেক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ত্যাগী, পরিশ্রমী, যোগ্য এবং সংগঠনের জন্য সুনাম বয়ে আনতে পারে এমন নেতা-কর্মীর তালিকা তৈরি করেছি।’ চলতি সপ্তাহের মধ্যেই এ তালিকা কেন্দ্রে পাঠানো হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর