শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

নিমতলী ট্র্যাজেডির ছয় বছর

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক দাহ্য পদার্থ থেকে সৃষ্ট দুর্ঘটনায় ভয়াবহ ট্র্যাজেডির ছয় বছর পূর্ণ হলো গতকাল। এ উপলক্ষে গতকাল নিমতলীর ছাতা মসজিদের সামনে এক মানববন্ধনে পরিবেশবাদী সংগঠনগুলো পুরান ঢাকা থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থের কারখানা ও দোকান সরানোর দাবি জানিয়েছে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-সহ বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থা, সিটি করপোরেশন ও ভবন মালিকদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

২০১০ সালের ৩ জুন নিমতলীর রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১২৪ জন। দুর্ঘটনার পর সেই এলাকা থেকে গুদাম, কারখানা ও দোকান সরানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হলেও গত ছয় বছরে এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর