Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুন, ২০১৬ ২৩:২২
রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিস্ক ক্লাব বিএফডিএফ চতুর্থ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) এ প্রতিযোগিতার  আয়োজন করেছে।

পরে বেলা ১১টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ১ম, ২য় ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। আজ ৪ জুন প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল বিতর্ক কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় রাবি, ঢাবি, জাবিসহ দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

এই পাতার আরো খবর
up-arrow