Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ জুন, ২০১৬ ২৩:৪৬
বিএফইউজে সভাপতি পদে নির্বাচন ২৯ জুলাই
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আগামী ২৯ জুলাই বিএফইউজের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রাজশাহীতে সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরের সভাপতিত্বে  অনুষ্ঠিত বিএফইউজে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নগরীর কামারুজ্জামান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এক মাসের মধ্যে নবম ওয়েজবোর্ড ঘোষণা, সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন তারা।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে মানববন্ধনে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এই পাতার আরো খবর
up-arrow