Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ জুন, ২০১৬ ২৩:১৭
আন্দোলনে ফিরলেন রাবি শিক্ষার্থীরা
রাজশাহী কলেজের বিজ্ঞান ভবনে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, সকালে কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শটসার্কিট হয়ে কয়েকটি কম্পিউটারে আগুন লেগে যায়। এতে কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে শোকমিছিল ও সমাবেশ করেছেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ছুটির পর এটা তাদের প্রথম আন্দোলন কর্মসূচি।

এই পাতার আরো খবর
up-arrow