রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা

প্রস্তাবিত শিক্ষানীতি বাতিল না হলে লংমার্চ : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, স্কুল-কলেজের পাঠ্যবই থেকে নবী-রসুলের জীবনী এবং ইসলামের ঐতিহাসিক ঘটনাগুলোর ওপর গল্প-প্রবন্ধ বাতিল করা হচ্ছে। প্রস্তাবিত শিক্ষানীতি-২০১০ চলতি মাসের মধ্যে বাতিল করা না হলে জুলাই মাসে কাফনের কাপড় পরে ঢাকামুখী লংমার্চ করা হবে। গতকাল বিকালে নগরীর অশ্বিনী কুমার হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, আল্লাহ-রসুলের অস্তিত্ব রক্ষার জন্য রাজপথে নেমেছি।

 জেলে ঢুকিয়ে, গুলি করে ইসলামী আন্দোলনের কর্মীদের থামানো যাবে না। জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, কেন্দ্রীয় নেতা মাওলানা নেছারউদ্দিন, মাওলানা আতাউর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, জামিলুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. সানাউল্লাহ, সাধারণ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর