রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় আদালত ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ

আদালত প্রতিবেদক

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজে নিম্নমানের রড, ইট, বালু, সিমেন্ট ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ কারণে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান আজ সরেজমিন পরিদর্শন করবেন। এ বিষয়ে আদালতের নাজির আরিফুর রহমান জানান, নেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহীনূর রহমান সরেজমিন পরিদর্শন করে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার সত্যতা পান। পরে বৃহস্পতিবার বিকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা বেগম আদালত ভবনের নির্মাণকাজ বন্ধ করার মৌখিক নির্দেশ দেন। ইতিমধ্যে ১০তলা ভবনের নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর