Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ জুন, ২০১৬ ২৩:৪৪
বিশ্বনেতারা এখন শেখ হাসিনার পাশে
—— ওমর ফারুক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, সন্ত্রাসবিরোধী বিশ্ব-ভ্রাতৃত্বের প্রধান শত্রু সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্বনেতারাই এখন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে। এ দেশকে বহির্বিশ্বের কাছে তুলে ধরে বিশ্বনেতাদের  কাছে উন্নয়নের রোল মডেল হয়েছেন শেখ হাসিনা।

গতকাল পল্লবীতে আওয়ামী যুবলীগ উত্তর শাখার ৬ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনকালে এ দেশ কোথায়     ছিল? আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যে এগিয়ে গেছে এ কথা কেউ অস্বীকার করছে না। এ দেশ এখন ক্ষুধা ও অপুষ্টিমুক্ত। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। বক্তব্য দেন— কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আবদুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য আসাদুজ্জামান আসাদ, ইসমাইল হোসেন প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow