সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

সাড়ে ১১ কোটি সিম নিবন্ধিত

নিজস্ব প্রতিবেদক

সাড়ে ১১ কোটি সিম নিবন্ধিত

বায়োমেট্রিক পদ্ধতিতে প্রায় ১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সচিবালয়ে সিম-রিম নিবন্ধন কার্যক্রম নিয়ে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তারানা হালিম বলেন, ৩১ মে পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এপ্রিল মাসের হিসাব অনুযায়ী, দেশে মোবাইল ফোনের গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ। সে অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করায় ১ কোটি ৬০ লাখ সিম বন্ধ হয়ে গেছে। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিষয়টিকে বিশাল সাফল্য হিসেবে উল্লেখ করে তারানা হালিম জনগণ, মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর তারা কী সুবিধাটা পেলেন, বিভিন্ন মামলা সমাধানের ক্ষেত্রে কী সহযোগিতা পেলেন, কীভাবে মোবাইল ফোনে চাঁদাবাজি ও হুমকি দেওয়া কমল- সে বিষয়ে তারা একটি প্রতিবেদন প্রতি মাসে আমাদের কাছে প্রেরণ করবেন। যাতে জনগণকে বোঝাতে পারি, আমরা যা চেয়েছিলাম সেটা হয়েছে। আশা করি বিটিআরসিও আমাদের জানাবে প্রতি মাসে অবৈধ ভিওআইপি কতটুকু কমল। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সংবাদমাধ্যমকে এগুলো জানাব।’

তারানা বলেন, ‘আমি প্রতি সপ্তাহে একদিন ডাক বিভাগে অফিস করতে চাই। সচিব সে ব্যবস্থা করে দেবেন। আমি মনে করি ডাক বিভাগের প্রতিদিনের কার্যক্রম দেখার প্রয়োজন আছে। আমরা ডাক বিভাগকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’

সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিস) মো. এমদাদ উল বারী, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব)-এর মহাসচিব টি আই এম নুরুল কবিরসহ মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর