মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

রংপুর টিসিবি অফিসে ছাত্রলীগের তালা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর টিসিবি অফিসে ছাত্রলীগের তালা

বরাদ্দের পণ্য নিয়ে যাওয়ার পর তা কম পাওয়ার অজুহাত দেখিয়ে এক ডিলারের ছেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা টিসিবি রংপুর আঞ্চলিক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তাকে তার অফিস থেকে বের করে দরজায় তালাও ঝুলিয়ে দেন তারা। এ ঘটনার পর থেকে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

টিসিবি রংপুর আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, শাহনেওয়াজ মিঠুর বাবা মাহফুজার রহমান ফাত্তা টিসিবি রংপুর অফিসের লেবার ঠিকাদার ডিলার। গত শনিবার মিঠু তার বাবার নামে বরাদ্দ দেওয়া চার বস্তা মসুর ডাল, চিনি, ছোলা ও সয়াবিন তেল টিসিবি গুদাম থেকে উত্তোলন করে নিয়ে যান। সন্ধ্যায় এসে নিজেকে মহানগর ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ৬ বস্তা ডাল কম পাওয়ার অভিযোগ তুলে তা পুনরায় দেওয়ার দাবি করেন। ওই ডাল না দেওয়ায় মিঠু গতকাল দুপুরে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে টিসিবি আঞ্চলিক অফিস প্রধানের অফিসে গিয়ে তাকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাকে বের করে দিয়ে অফিসের দরজায় তালা লাগিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বাধা দিতে গেলে ডিলার সাদাত হোসেন শাওনকেও লাঞ্ছিত করেন তারা। টিসিবি আঞ্চলিক অফিস প্রধান মিশকাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিথ্যা অজুহাতে মিঠু ছাত্রলীগ পরিচয়ে ৬ বস্তা ডাল দাবি করে না পেয়ে তাকে লাঞ্ছিত করে অফিসে তালা ঝুলিয়ে দেন। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন বলেন, মিঠুর সঙ্গে গিয়েছি। কারও সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি। ডিলার শাওনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে মাত্র।

সর্বশেষ খবর