মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা

দেশের সর্ববৃহৎ গ্যাসাধার নির্মাণ করছে বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ক্রমবর্ধমান জ্বালানি গ্যাসের চাহিদা পূরণ করতে বসুন্ধরা গ্রুপ মংলায় এলপি গ্যাস প্লান্টে দেশের সর্ববৃহৎ গ্যাসাধার (ট্যাংক) নির্মাণ করছে। গতকাল সকালে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এর ফলে বসুন্ধরা গ্রুপের মংলার এলপি গ্যাস প্লান্টের গ্যাস মজুদের ক্ষমতা তিন হাজার থেকে পাঁচ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। এ ছাড়াও দেশের সাধারণ মানুষের এলপি গ্যাসের চাহিদা বিবেচনায় বসুন্ধরা গ্রুপ চার হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার আরও একটি এলপি গ্যাস প্লান্ট ঢাকায় স্থাপনের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন নবারুন কুমার সাহা, মো. রবিউল ইসলাম, চৌধুরী এ কে সামসুদ্দিন আহমেদ, সহ-মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমানসহ প্লান্টের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর