শিরোনাম
বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ দপদপিয়া সেতু সংস্কারের লক্ষণ নেই

রাহাত খান, বরিশাল

ঢাকা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কীর্তনখোলা নদীর ওপর নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায় এক বছর আগে মালবোঝাই কার্গোর ধাক্কায় সেতুর মূল পিলারের সেইভ গার্ড ভেঙে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কোনো নৌযান ফের ওই স্থানে আঘাত হানলে সেতুর মূল পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুরো সেতুটিই বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক বছর আগে এ দুর্ঘটনা ঘটলেও সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সড়ক ও জনপথ বিভাগকে ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের নির্দেশ দেওয়া হয়। এদিকে সেতুর নিচে কোনো সংকেতবাতিও নেই। যে কারণে এখনো ঝুঁকি নিয়ে নৌযান চলছে সেতুর নিচ দিয়ে। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি কীর্তনখোলা নদীর ওপর নির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বছর আগে সেতুর ওই সেইভ গার্ড ভেঙে গেলেও তখন কোনো তত্পরতা দেখা যায়নি।

সর্বশেষ খবর