বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

চিনি নিয়ে ছিনিমিনি

২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি ও চিনি নিয়ে ছিনিমিনি বা কারসাজির দায়ে মীর গ্রুপের অফিস ও গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম ও সেল্স ম্যানেজার জানে আলমকে ১০ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই প্রতিষ্ঠানটির দুই কর্মচারী মফিজুল হক ও সজল সেনগুপ্তকে কারসাজিতে সহযোগিতা করার দায়ে এক সপ্তাহ করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে খাতুনগঞ্জে ছোলা ও চিনির প্রধান প্রধান ডিলার এবং আড়তে এ অভিযান চালানো হয়। আটক তিনজন হলেন মীর গ্রুপের মো. জানে আলম, মফিজুল হক ও সজল সেনগুপ্ত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‌্যাব সদস্যরাও অংশ নেন। ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ‘মীর গ্রুপের ডিও এবং অন্যান্য কাগজপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের একটি মিল থেকে ৪৬ টাকা ৮০ পয়সায় চিনি কিনে পাইকারি বাজারে ৫৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে তারা প্রতি কেজি চিনিতে ১১ টাকা ৭০ পয়সা মুনাফা করছেন। এই অতিরিক্ত টাকাটা কেন নেওয়া হচ্ছে এবং এই কারসাজির সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন, বিষয়টি আমরা তদন্ত করছি।’এদিকে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে হাতকড়া পরিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে নেওয়ার সময় খাতুনগঞ্জের কিছু শ্রমিক বিক্ষোভের চেষ্টা করেন।

সর্বশেষ খবর