বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

মালিবাগ-মৌচাক সড়ক চলাচল উপযোগী করতে মন্ত্রীর আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

নির্মাণাধীন মালিবাগ ও মৌচাক ফ্লাইওভার এলাকার সড়ককে ৭ দিনের মধ্যে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু পরিবহনমন্ত্রী ওবায়দুর কাদের। গতকাল ফ্লাইওভারের কাজ সরজমিনে পরিদর্শন করতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী এ প্রকল্প সংশ্লিষ্ট ও রক্ষণাবেক্ষণের দায়িত্বরতদের মালিবাগ-মৌচাক রাস্তা যান চলাচলের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশ অমান্য করলে ফ্লাইওভার নির্মাতা প্রতিষ্ঠান ও ওয়াসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। ওবায়দুল কাদের বলেন, নির্মাতা প্রতিষ্ঠান ও ওয়াসার সমন্বয়হীনতায় এখানকার জনগণের ভোগান্তি বেড়েছে।

এদিকে গতকাল মন্ত্রীর আগমনকে সামনে রেখে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। তারা আগামী দুই দিনের মধ্যে মালিবাগ-মৌচাক সড়কে যান চলাচল স্বাভাবিক করতে মন্ত্রীর কাছে দাবিও তুলে ধরেন। ভোগান্তি চরম আকার নিয়েছে বলে তারা মন্ত্রীকে জানান। 

সর্বশেষ খবর