Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ জুন, ২০১৬ ২২:৫৪
শঙ্কা আর আতঙ্কে অনিশ্চিত জনজীবন
————— পীর চরমোনাই
নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশে অব্যাহতভাবে হত্যাকাণ্ড ঘটছে। মানুষ চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। চারদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়ে মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু ও নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান ব্যবসায়ী হত্যার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণ করে। তিনি বলেন, এভাবে প্রকাশ্যে এক পুলিশ সুপারের স্ত্রীকে হত্যার ঘটনায় আমরা বিস্মিত না হয়ে পারি না।

এই পাতার আরো খবর
up-arrow