Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৮ জুন, ২০১৬ ২২:৫৫
শূন্যপদে শিক্ষক নিয়োগে নোটিস
নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের রায়ের আলোকে জাতীয়করণকৃত রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার ৪৪৪টি শূন্যপদে পুলভুক্তদের সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া ডাকযোগে এ নোটিস পাঠান।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক, ডিসি ও শিক্ষা অফিসারকে সাত দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ১৮ মে সারা দেশে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শূন্যপদে নিয়োগের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আলোকে প্রাথমিক শিক্ষা অধিদফতর ৬ জুন সব জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর ও জেলা প্রশাসককে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে নিয়োগের জন্য অফিস আদেশ জারি করে।

এই পাতার আরো খবর
up-arrow