বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগের দখলদারিত্ব ও সিট বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রমৈত্রীর কর্মীকে মারধরের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের বহিষ্কার ও হলগুলোতে ছাত্রলীগের ‘দখলদারিত্ব’ ও ‘সিট বাণিজ্যের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল প্রগতিশীল ছাত্রজোট রাবি শাখা ছাত্রমৈত্রীর টেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে কক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে বিপ্লবী ছাত্রমৈত্রীর দফতর সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ, দুই কর্মী মনির ও মিলনকে মারধর করে আহত করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি।

সর্বশেষ খবর