Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৯ জুন, ২০১৬ ২২:৩০
এআইইউবিতে মিট দ্য এডিটর শুরু
নিজস্ব প্রতিবেদক
এআইইউবিতে মিট দ্য এডিটর শুরু
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) মিট দ্য এডিটর-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম —বাংলাদেশ প্রতিদিন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) মিট দ্য এডিটর শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগ এর আয়োজন করে। গতকাল এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। দীর্ঘ ১ ঘণ্টা ধরে সাংবাদিকতা বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। বক্তব্যে নঈম নিজাম বলেন, সাংবাদিকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পেশাদারিত্ব বজায় রাখা। পরিশ্রম ও কর্মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকলে নতুন প্রজন্ম এ পেশায় অনেক দূর এগিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও এআইইউবির এমএমসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে এতে এআইইউবির আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এআইইউবির এমএমসি বিভাগের প্রভাষক আফরোজা সোমা।
up-arrow