Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৯ জুন, ২০১৬ ২২:৩১
অন্তর্কলহ ও ধাওয়ায় ছাত্রলীগের মানববন্ধন পণ্ড
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ছাত্রলীগের এক পক্ষের ধাওয়ায় অপর পক্ষের মানববন্ধন পণ্ড হয়ে গেছে। নিহত ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রেজা হত্যা মামলা থেকে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিনকে অব্যাহতি দেওয়ার দাবিতে মহানগর ছাত্রলীগের ব্যানারে গতকাল বেলা সাড়ে ১২টায় নগরীর জিলা স্কুল মোড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। মানববন্ধন শুরুর পরপরই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাজিবের নেতৃত্বে ১৫/২০টি মোটর সাইকেলযোগে একদল নেতা-কর্মী তাদের ধাওয়া করে। এ নিয়ে ধস্তাধস্তিতে মহানগর পক্ষের সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল-মামুনসহ কয়েকজন আহত হয়। পরে জেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা মানববন্ধনের আয়োজনকারী মহানগর ছাত্রলীগের ব্যানার ছিনিয়ে নেয়।
up-arrow