সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে যারা সরকার উত্খাতে ব্যর্থ হয়েছে, তারাই সরকার হঠানোর জন্য চোরাগোপ্তা হামলা করছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকা পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এ চোরাগোপ্তা হামলা অত্যন্ত পরিকল্পিত। পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য। তিনি আরও বলেন, ঈদের আগে মহাসড়কের পাশে দোকানপাট বসিয়ে রাস্তা দখল করতে দেওয়া হবে না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা শহরে নতুন করে সিএনজি নামানোর কোনো পরিকল্পনা নেই। তবে হাইকোর্টের নির্দেশনার আলোকে নতুনভাবে ৫ হাজার সিএনজি নামানোর বিষয় সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের মতামত চাওয়া হয়েছে।