শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

সাঁড়াশি অভিযানের নামে বিএনপির ওপর চড়াও হওয়ার শঙ্কা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

সাঁড়াশি অভিযানের নামে বিএনপির ওপর চড়াও হওয়ার শঙ্কা ফখরুলের

জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে সরকার বিরোধী দল বিএনপির ওপর চড়াও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির মহাসচিব। অভিযানের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সাঁড়াশি অভিযানের অজুহাত দিয়ে তারা আবারও  বিরোধী দলের ওপর চড়াও হবে বলে  আমরা আশঙ্কা করছি।’ উল্লেখ্য, গতকাল সারা দেশে এ অভিযান শুরু হয়েছে।

গতকাল রাজধানীর পঙ্গু হাসপাতালে একজন ইউপি চেয়ারম্যানকে দেখতে গিয়ে তিনি এ আশঙ্কার কথা জানান। ২ জুন ইউনিয়ন পরিষদের শেষ ধাপের ভোটের দুই দিন আগে গাইবান্ধায় গুলিতে আহত হন ফুলছড়ি উপজেলার ভেরেন্ডাবাড়ী ইউপিতে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান। ভোটে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হন। আজিজুরকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে তার বাঁ পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসক। তার ওপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে আসছে বিএনপি। মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে আজিজুর রহমানকে দেখেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর