Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১০ জুন, ২০১৬ ২২:৫৩
খুলনায় দোতলা বাস সার্ভিস চালু
নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রধান সড়কগুলোতে ইজিবাইক চলাচল বন্ধ ও গণপরিবহন সংকট নিরসনে খুলনা মহানগরীতে পরীক্ষামূলক পাঁচটি দোতলা বাস (ডবল ডেকার) চালু করেছে জেলা প্রশাসন। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দোতলা বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাসগুলো প্রাথমিকভাবে খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়্যাল মোড়, ফেরিঘাট মোড়, পাওয়ার হাউস মোড়, জোড়াগেট, বয়রা, দৌলতপুর, ফুলবাড়ীগেট হয়ে ফুলতলা পর্যন্ত চলবে। এরপর যাত্রীদের কাছ থেকে সাড়া পাওয়া গেলে নগরীর ভেতরে অন্য রুটেও এই বাস চালু করা হবে। নগরীতে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
এই পাতার আরো খবর
up-arrow