Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১০ জুন, ২০১৬ ২২:৫৭
শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধা, খালেদার পাশে যুদ্ধাপরাধী : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধা, খালেদার পাশে যুদ্ধাপরাধী : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার পাশে মুক্তিযোদ্ধারা, খালেদা জিয়ার পাশে যুদ্ধাপরাধীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশের উন্নয়নের চাবি, খালেদা জিয়ার হাতে আছে ষড়যন্ত্র এবং রক্তের চাবি। তার গায়ে আছে মানুষ পোড়ানোর গন্ধ। খালেদা জিয়া একটি সাম্প্রদায়িক জোটের নেতৃত্ব দিচ্ছেন আর শেখ হাসিনা আছেন গণতান্ত্রিক জোটের নেতৃত্বে। ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। এজন্য দেশের রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাবির সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুলসহ অন্য নেতারা।

এই পাতার আরো খবর
up-arrow