রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

বিলাসবহুল ১০০ গাড়ি খুঁজছে শুল্ক গোয়েন্দা

কার্নেট সুবিধায় বিদেশ থেকে আনা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

কার্নেট সুবিধা গ্রহণ করে বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিলাসবহুল অন্তত ১০০ গাড়ি দেশের সড়কগুলোয় দাপিয়ে বেড়াচ্ছে। এসব গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জানা গেছে, গোয়েন্দা বিভাগ অ্যাকশনে নামার পর থেকে গাড়িগুলো লোকচক্ষুর আড়াল করার চেষ্টা করছেন মালিকরা। কিন্তু তার পরও গোয়েন্দাদের পাতানো জালে ধরা পড়ছে এসব গাড়ি। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে মিতসুবিশি ব্র্যান্ডের প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি গাড়ি জব্দ করেন গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, কার্নেট সুবিধা গ্রহণ করে যুক্তরাজ্য থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের গাড়িটি দেশে নিয়ে আসা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় শেষে গাড়িটি যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়া হয়নি। ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে গাড়িটি রাস্তায় চালানো হচ্ছিল। গোপন সূত্রে গোয়েন্দারা হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে মালিকবিহীন গাড়িটি উদ্ধার করেন। মইনুল খান আরও জানান, সঠিক কাগজপত্র উপস্থাপন করে শুল্ক পরিশোধ করে গাড়ির মালিকানা গ্রহণের সুযোগ রয়েছে।

সর্বশেষ খবর