সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

বৈদেশিক ঋণ কমাব না বড় প্রকল্প গ্রহণ করব

———————— অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক ঋণ কমাব না বড় প্রকল্প গ্রহণ করব

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বৈদেশিক সহায়তা ছাড়া আমাদের বাজেট বাড়ানো যেত না। ফলে বৈদেশিক ঋণ সহায়তা কমানোর কোনো উদ্যোগই সরকারের নেই, বরং বড় হারে বৈদেশিক সহায়তা নিয়ে এখন কাঠামোতে বিবর্তনের লক্ষ্যে বড় বড় প্রকল্প হাতে নেব। এখনো আমাদের বৈদেশিক সহায়তার হিসাব জিডিপির প্রায় ১৬ শতাংশ। আর বাজেটে বৈদেশিক সহায়তা মাত্র ১ দশমিক ৫ শতাংশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত বৈদেশিক ঋণ গ্রহণ করা হয়েছে তার গড় সুদের হার প্রায় এক শতাংশ।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত আবদুল মতিনের (মৌলভীবাজার-২) প্রশ্নোত্তরের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সর্বশেষ খবর