Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুন, ২০১৬ ২২:৪০
নকল-ভেজাল ভোজ্যতেল কারখানার তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএসটিআইর লাইসেন্স ছাড়াই নগরীর অক্সিজেন-কুলগাঁও এলাকায় দুটি ভোজ্যতেল কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব, ক্যাব ও নগরীর বাজার মনিটরিং কমিটির সদস্যরা অংশ নেয়। তাহমিলুর রহমান জানান, নিম্নমানের সয়াবিন ও পাম তেল মিশিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বোতলজাত করে বাজারজাত করছিল কারখানা দুটি। একটি কারখানার নাম পরিবার সুপার অয়েল হলেও অপরটির কোনো নাম নেই।

এই পাতার আরো খবর
up-arrow