Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১৩ জুন, ২০১৬ ০১:৫২
উন্নয়নের চাকাকে স্তব্ধ করতে টার্গেট কিলিং হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
উন্নয়নের চাকাকে স্তব্ধ করতে টার্গেট কিলিং হচ্ছে

জাতীয় সংসদে গতকাল বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় এমপিরা বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকারের সফলতা সহ্য করতে না পেরে দেশের উন্নয়নের চাকা স্তব্ধ করে দিতে তারা দেশে এখন টার্গেট কিলিং চালাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই দেশবাসীর অগ্রযাত্রা থামাতে পারবে না। আগামী দিনে ষড়যন্ত্রকারীরা আবারও পরাজিত হবে। সংসদের বাজেট অধিবেশনে গতকাল প্রস্তাবিত বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও অধ্যাপক আলী আশরাফ।

এদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেছেন, জাতি জানতে চায় সাগরচুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? অর্থমন্ত্রী নিজেই এ সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন, ব্যাংকিং খাতে পুকুরচুরি নয়, সাগরচুরি হয়েছে। গত সাত বছরে ৩০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ৪০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থ কেলেঙ্কারিতে কেউ শাস্তি পায়নি, একটি ঘটনারও বিচার হয়নি। শত শত, হাজার কোটি টাকা লুটপাট হবে আর আমরা এখানে বসে বসে তামাশা দেখব, চেয়ে চেয়ে থাকব, এটা হয় না।
up-arrow