মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

সেই ১৫০ রাউন্ড গুলি নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলি উদ্ধার হওয়া নিয়ে সিলেটে তোলপাড় চলছে। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করে গুলিগুলো কীভাবে ওসমানী বিমানবন্দর পর্যন্ত এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি জানতে এনবিআর’র মাধ্যমে শিগগিরই হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান। গতকাল দুপুরে সিলেট বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ড. নূরুজ্জামান জানান, যেখানে যুক্তরাজ্য আমাদের দেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে, সেখানে তাদের বিমানবন্দর দিয়ে কীভাবে গুলিগুলো বাংলাদেশে এলো বিষয়টি প্রশ্নের উদ্রেক হয়ে দাঁড়িয়েছে। দু-এক দিনের মধ্যে এনবিআরের মাধ্যমে হিথ্রো বিমানবন্দরের কাছে লিখিতভাবে এর জবাব চাওয়া হবে। গত ৪ জুন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড শটগানের গুলিসহ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবদুস সবুরকে আটক করে ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সংবাদ সম্মেলনে কাস্টমস কমিশনার নূরুজ্জামান আরও জানান, ২০১৪ সালের ৯ মার্চ বৈদেশিক ডাকবিভাগের মাধ্যমে পাকিস্তানের লাহোর থেকে আসা প্রায় ৮ কেজি হেরোইন ও ২০১৫ সালের ২২ মার্চ একইভাবে পাকিস্তান থেকে আসা আরও ২ কেজি হেরোইন আটক করেন কাস্টমস ও শুল্ক বিভাগের কর্মকর্তারা। এ ছাড়া সম্প্রতি ওসমানী বিমানবন্দর থেকে ১ হাজার ৩৩ কার্টন সিগারেট ও ১৯ কেজি সোনা আটক করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর