মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

আগামীতে আরও ভিসা ক্যাম্প করা হবে : শ্রিংলা

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অপূর্ব একটি সম্পর্ক রয়েছে। দুদেশের মানুষের মধ্যে ভাতৃত্বের সেতুবন্ধন রয়েছে। ঈদ ভিসা ক্যাম্প চালুর মধ্যদিয়ে এ দেশের মানুষকে কীভাবে আরও বেশি ভিসা প্রদান করা যায়, তার সূচনা করা হল। এ ক্যাম্পই শেষ ক্যাম্প নয়, সামনে আরও বিশেষ ভিসা ক্যাম্প করা হবে। তিনি জানান, ঢাকা এবং ঢাকার বাইরেও এমন উদ্যোগ নেয়া হবে। বাংলাদেশের মানুষ যাতে কোনো জটিলতা ছাড়াই ভিসা পেতে পারেন তার সকল ব্যবস্থা করা হবে। তিনি বলেন, প্রায় ৫০ শতাংশ ভিসা নারী ও শিশুরা পাচ্ছেন। ক্যাম্পে তাদের জন্য বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট জমা ও ভিসা প্রদান করা হচ্ছে। এবার এ ক্যাম্পের মাধ্যমে ৬০ হাজারেরও অধিক ভিসা প্রদান করা হবে। চলমান ‘ঈদ ভিসা ক্যাম্প’ বিষয়ে হাইকমিশনের নিউ চ্যান্সারি কমপ্লেক্সে গতকাল  ভারতীয় হাইকমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৪ জুন থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। কোনো প্রকার ইন্টারভিউ, টোকেন বা দালাল ছাড়াই ভারতে ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল এই ভিসা দেয়া হচ্ছে । প্রতিদিন ১৫ থেকে ১৮ হাজার লোক পাসপোর্ট জমা দিচ্ছেন, যার প্রায় ৫০ শতাংশের উপরে নারী ও শিশু। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাসপোর্ট গ্রহণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, ভারতীয় ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, সহকারী হাইকমিশনার (রাজশাহী) অভিজিৎ চট্টোপাধ্যায়, হাইকমিশনের প্রেস অ্যাটাশে রঞ্জন মণ্ডল প্রমুখ।

সর্বশেষ খবর