মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

বিএনপি-জামায়াত জোট দেশে গুপ্তহত্যা চালাচ্ছে

বাজেট নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটের ওপর গতকাল জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে গুপ্তহত্যা চালাচ্ছে। জনগণের সমর্থন হারিয়ে তারা নিরীহ জনগণের ওপরই প্রতিশোধ নিচ্ছে। ক্ষমতার জন্য মরিয়া হয়ে ইসরায়েলের মোসাদের সঙ্গে হাত মেলাচ্ছে। এদের শক্ত ও কঠোর হস্তে দমন করতে না পারলে উন্নয়ন-অগ্রগতির কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, উপমন্ত্রী আরিফ খান জয়, সরকারি দলের মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া, গাজী ম ম আমজাদ হোসেন, সাবিহা নাহার বেগম, আনোয়ারুল করিম আনার, ওয়ার্কার্স পার্টির মোস্তফা লুত্ফুল্লাহ, ন্যাপের আমিনা আহমেদ, জেপির রুহুল আমিন এবং জাতীয় পার্টির সেলিম উদ্দিন ও খারশেদ আরা হক। এদিকে দেশে এক কোটিরও বেশি দরিদ্র জনগোষ্ঠী আর্থিক সেবার আওতায় এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সংসদের গতকালের বৈঠকে সরকারি দলের আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে তারা এ সেবার আওতায় এসেছে। দেশের ৬৪টি জেলার ৪৮৫টি উপজেলায় ৪ হাজার ৫০৩টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মোট ৪০ হাজার ৩৪৪টি সমিতির মাধ্যমে প্রায় ২২ লাখ দরিদ্র পরিবার তথা ১ কোটির অধিক দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় সারা দেশে ২৩ লাখ ৭৮ হাজার ৪১১টি ক্ষুদ্র আয়বর্ধক পারিবারিক খামারে সমিতির মাধ্যমে ক্রমপুঞ্জীতভাবে ২ হাজার ৯২১ কোটি ৯৩ লাখ টাকা বিনিয়োগ করেছে। এসব দরিদ্র জনগণের গড়ে ওঠা তহবিল দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯৩৮ কোটি ৭৩ লাখ টাকা।

দেশে ৯২০টি এনজিও : মামমুনুর রশীদ কিরণের (নোয়াখালী-৩) এক প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী জানান, বর্তমানে দেশে সর্বমোট ৯২০টি এনজিও আছে। এর মধ্যে দেশি ৭৬৫টি এবং বিদেশি ১৫৫টি। মন্ত্রী এনজিওগুলোর তালিকা তুলে ধরেন।

সর্বশেষ খবর