মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভবন নির্মাণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেজবাউল করিমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল দুদকের একটি টিম রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে। দুদক জানায়, রাজধানীর দয়াগঞ্জে সুইপার কলোনির তিনটি বহুতল ভবনের নির্মাণ কাজের প্রকল্প পরিচালক ছিলেন মেজবাউল করিম। ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের ১ লাখ ৪২ হাজার টাকা আত্মসাত হয়েছে বলে দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারীসহ চারজনকে দায়ী করে বুয়েটের তদন্ত টিম। এ ঘটনায় দুদক গতকাল সকালে ওই চারজন কে দায়ী করে গেন্ডারিয়া থানায় মামলা করে। পরে  মেজবাউলকে গ্রেফতার দেখানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর