বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

গ্যাসের অভাবে চালু হচ্ছে না প্রায় ১ হাজার শিল্পপ্রতিষ্ঠান : নসরুল

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের অভাবে চালু হচ্ছে না প্রায় ১ হাজার শিল্পপ্রতিষ্ঠান : নসরুল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের অভাবে চালু হচ্ছে না প্রায় ১ হাজার শিল্পপ্রতিষ্ঠান। তবে গ্যাস সংযোগ পাওয়া সব কারখানাতেই পর্যাপ্ত গ্যাসের সরবরাহ রয়েছে। অর্থাৎ কোনো শিল্প কলকারখানাই গ্যাসের অভাবে বন্ধ নেই।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকালের বৈঠকে এ কে এম শাহজাহান কামালের (লক্ষ্মীপুর-৩) টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য সংসদকে জানান। তিনি বলেন, শিল্প কলকারখানার উৎপাদনের চাকা সচল রাখাসহ নতুন নতুন কলকারখানা প্রতিষ্ঠার সম্ভাবনাকে কাজে লাগাতে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সমতুল্য এলএনজি আমদানির প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০১৮ সালের প্রথমদিকে এলএনজি আমদানি সম্ভব হবে।

সর্বশেষ খবর