Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুন, ২০১৬ ০২:৪১
আষাঢ়ের প্রথম দিন আজ
নিজস্ব প্রতিবেদক
আষাঢ়ের প্রথম দিন আজ

প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। কদমও ফুটেছে।

তবে দিন গণনার হিসাবে জলবর্তী মেঘের দিন বর্ষা শুরু হচ্ছে আজ বুধবার। আবার এলো আষাঢ়। রূপময় ঋতু বর্ষার প্রথম দিন আজ। ঋতুচক্রের হিসাবে আষাঢ়-শ্রাবণ বাংলায় দুই মাস বর্ষাকাল। চিরকালই আষাঢ় সাজে নানা রূপে। বৃষ্টির ধারায় নবতর জীবন আসে পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে প্রকৃতির অবয়বে।

রিমঝিম এ বৃষ্টিতে ভেজার আনন্দে কাটে বাঙালির শৈশব। সুখস্মৃতিগুলো মনে রেখেই প্রতি বছর বর্ষাকে বরণ করে নেয় বাঙালি। বিশেষ করে শহরে নগরে হরেক আয়োজনে চলে বর্ষাবন্দনা। সব মিলে বর্ষা কেবল ঋতু নয়, বাঙালি সংস্কৃতির অংশ।

বর্ষার সতেজ বাতাসে জুঁই, কামিনী, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপা আরও কত ফুলের সুবাস। উপচে পড়া পুকুরে রঙিন হয়ে ফোটে পদ্ম, সে কেবলই বর্ষাকে পাওয়ার জন্য। কেয়ার বনেও কেতকীর মাতামাতি। আহা কত না মধুর এই বর্ষা।

এই পাতার আরো খবর
up-arrow