শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

সাত হাজারের ‘ফ্লোর টাচ’ ১৯ হাজার ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের মিমি সুপার মার্কেটের ‘ইয়াং লেডি’। এখানে মেয়েদের ‘ফ্লোর টাচ’ নামক একটি ড্রেসের দাম রাখা হয়েছে ১৯ হাজার ৫০০ টাকা। কিন্তু রশিদ খুঁজে দেখা যায় এ কাপড়ের প্রকৃত ক্রয়মূল্য ৬৯৯৫ টাকা। প্রতি কাপড়ে লাভ ১২৫০৫ টাকা। একইভাবে আরেকটি কাপড়ের ক্রয়মূল্য ছিল ৪৫৫০ টাকা, বিক্রয় করা হচ্ছে ১৪৫০০ টাকা। গতকাল দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিংয়ে গিয়ে কাপড়ের মূল্যের এ আকাশচুম্বী তারতম্য দেখতে পান। নগরীর মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা, সানমার শপিং কমপ্লেক্সে মনিটরিং করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় আগামী রবিবার পর্যন্ত এসব অসামাঞ্জস্য ঠিক করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। এছাড়া মার্কেটের কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে সব ব্যবসায়ীকে চারটি নির্দেশনাও দেওয়া হয়। এগুলো হলো— ক্রয় মূল্যের রশিদ সংরক্ষণ করা, সব বিক্রয়ে ক্রেতাদের রশিদ দেওয়া, ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করা ও মার্কেটে অভিযোগ বক্স রাখা।

সর্বশেষ খবর