Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১ অক্টোবর, ২০১৬

প্রকাশ : রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১৮ জুন, ২০১৬ ২২:৫৯
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
পদ্মা সেতুর ভূয়সী প্রশংসা করলেন অভিজিৎ
নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর ভূয়সী প্রশংসা করলেন অভিজিৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এমপি সৌজন্য সাক্ষাৎ করেন —বাংলাদেশ প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি। গতকাল সাক্ষাৎকালে অভিজিৎ বলেন, বাংলাদেশের স্থান ভারতের জনগণের হূদয়ে। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরিরও ভূয়সী প্রশংসা করেন। এর আগে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিজিৎ মুখার্জি। এ সময় আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক খান, সংসদের হুইপ ইকবালুর রহিম ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন।

অভিজিৎ মুখার্জি পরে সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন।
up-arrow