Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ জুন, ২০১৬ ২৩:৫৪
বেকারি পণ্যে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার দাবি
নিজস্ব প্রতিবেদক

বেকারি শিল্পে উৎপাদিত পণ্যে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন, কেন্দ্রীয় নেতা আবদুল কাইয়ূম জজ,  গোলাম ফারুক তালুকদার, মোহাম্মাদ বোরহান উদ্দীন, জয়নাল আবেদীন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমঘন ও কৃষিভিত্তিক ক্ষুদ্রশিল্প হিসেবে বেকারি শিল্প সবসময়ই ভ্যাটের আওতামুক্ত ছিল। ২০১৫-১৬ অর্থবছরেও হস্তচালিত  বেকারিতে প্রস্তুত রুটি, বিস্কুট ও কেক প্রতিকেজি ১০০ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত রাখা হয়। এবারের প্রস্তাবিত বাজেটে এ ব্যবস্থা তুলে  দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। এতে চরম হুমকির মুখে পড়েছে এক কোটি গরিব মানুষের ভাগ্য। বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শত শত বেকারি।

এই পাতার আরো খবর
up-arrow