মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

সন্ধান মিলেছে অপহৃত ছাত্রীর

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্মচারী ক্লাবের সামনে থেকে অপহৃত এক ছাত্রীকে ২৮ ঘণ্টা পর পাওয়া গেছে। অপহরণকারীরা তাকে বিশ্ববিদ্যালয়ের কাছেই রেখে যায়। গত রবিবার দুপুরে অপহরণকারীরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। গতকাল বিকাল ৪টার দিকে ওই ছাত্রীর ছোট ভাই খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আপুর মোবাইল থেকে কল আসে। তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে যেতে বলেন। আমি সেখানে গিয়ে তাকে বাসায় নিয়ে আসি।’ তিনি কোথায় ছিলেন? কীভাবে অপহরণ করা হলো— এমন প্রশ্নের জবাবে ছোট ভাই বলেন, ‘আপু খুবই ক্লান্ত। এখনো আমরা তার কাছ থেকে কিছু জানতে পারিনি।’জানা গেছে, অপহৃত ওই ছাত্রী (২৮) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও সম্প্রসারিত আল বেরুনী হলের এক কর্মচারীর মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগরে পরিবারসহ বসবাস করছিলেন। সাভারের একটি বেসরকারি স্কুলে তিনি চাকরি করেন। রবিবার দুপুর ১২টার দিকে জাবির বিশমাইল গেট থেকে এক যুবকের সঙ্গে কথা বলতে বলতে কর্মচারী ক্লাবের দিকে যাচ্ছিলেন ওই ছাত্রী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর