Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ জুন, ২০১৬ ২২:৫০
২২ লাখ টাকা আত্মসাৎ
সিভিল সার্জন অফিসের স্টোরকিপার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, খুলনা

২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের স্টোরকিপার এ কে ফজলুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুরে খুলনার নূরনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, এই স্টোরকিপার ২০০৮ সাল থেকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্টোরকিপার হিসেবে কর্তব্যরত ছিলেন। হাসপাতালের ২২ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয় এবং সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে কর্তব্যরত অবস্থায় দুর্নীতির দায়ে গত ৭ জুন তাকে বরখাস্ত করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow