শিরোনাম
মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

এনআইডির তথ্য যাচাইয়ের বিল পরিশোধে গড়িমসি

সুবিধা নিচ্ছে ৫৮ প্রতিষ্ঠান

গোলাম রাব্বানী

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই-বাছাইয়ের সুবিধা নিচ্ছে ৫৮ প্রতিষ্ঠান। কিন্তু বিল পরিশোধ নিয়ে গড়িমসি করছে তারা। শুধু তাই নয়, অনেক প্রতিষ্ঠান চুক্তির কথাও ভুলে গেছে। বিল পরিশোদের জন্য ইসি থেকে যোগাযোগ করেও তেমন সারা মিলছে না।

জানা গেছে, প্রথম ছয় মাসের যাচাইয়ের বিল তৈরি হয়েছে ‘সার্ভিস ও ভ্যাট চার্জ’ খাতে ২৪ কোটি টাকার বেশি। এককালীন নিবন্ধন ফি এবং তথ্য যাচাইয়ে সার্ভিস চার্জ চালুর পর প্রথম ছয় মাসে এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে ইসি। ইসির কর্মকর্তারা জানান, চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো থেকে যথাসময়ে যেমন বিল পরিশোধে সাড়া মিলছে না, তেমনি কারিগরি ত্রুটির কারণে মোবাইল সংস্থাগুলোর কাছে বিলও পাঠাতে পারেনি এনআইডি উইং। এ অবস্থায় বিল পরিশোধ তদারকির জন্য তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ে এ পর্যন্ত ৫৮টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এনআইডি উইং জানায়, প্রতিটি প্রতিষ্ঠানই নির্দিষ্ট সময়ে বিল পরিশোধে গড়িমসি করছে। কয়েকটি প্রতিষ্ঠানে পাওনা পরিশোধের জন্য তাগিদপত্র দেওয়া হয় এবং ফোনেও যোগাযোগ করা হয়। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়টি সম্পর্কে অবগত নন কিংবা অনেক দিন আগে চুক্তি হওয়ায় ভুলে যাওয়ার ভাব করছে। এ বিষয়ে এনআইডি উইংয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সৈয়দ মুহাম্মদ মুসা বলেন, ৫৮টি সংস্থা, প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য যাচাইয়ের চুক্তি হয়েছে।

সর্বশেষ খবর