মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

সুফিয়া কামালের জন্মবার্ষিকী উদযাপন

গান, কবিতা, স্মারক বক্তৃতা, সম্মাননা প্রদান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কবি সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ছায়ানট ও বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল ২০ জুন সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকীতে পৃথক পৃথকভাবে জন্মজয়ন্তীর এই অনুষ্ঠান আয়োজন করে এ দুটি সংগঠন। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজন ও একই সময়ে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় ছায়ানট আয়োজিত আলাদা অনুষ্ঠানটি। মহিলা পরিষদের আয়োজনে ‘বেগম সুফিয়া কামাল ও একবিংশ শতাব্দীর নারী আন্দোলন’ শীর্ষক স্মারক বক্তৃতা  দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হুসাইন। আয়োজক সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

এ ছাড়া দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই এতে উপস্থিত ছিলেন। এই আয়োজনে এ বছরের ‘বেগম সুফিয়া কামাল সম্মাননা’ প্রদান করা হয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে।

সর্বশেষ খবর