শিরোনাম
বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

ঈদবোনাস দাবিতে ভাঙচুর, অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মূল বেতনের শতভাগ ঈদ বোনাসের দাবিতে গতকাল একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা ব্যাপক ভাঙচুর, সড়ক অবরোধ, কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও টিয়ার শেল ছোড়ে। পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকার কোজিমা লিরিক গার্মেন্ট ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে এবারের রমজানের ঈদে ৫০  ভাগ পরে ৭০ ভাগ ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ছাড়াও কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি শ্রমিকদের হাজিরা বোনাস ও বর্ধিত বেতন পাঁচ ভাগ কমিয়ে দেয়। কিন্তু শ্রমিকরা তা মেনে না নিয়ে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে শতভাগ ঈদ বোনাস এবং ১০ ভাগ হাজিরা বোনাস ও বর্ধিত বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় আন্দোলনরত শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। দুপুরের বিরতিতে শ্রমিকরা কারখানার ফটকে জড়ো হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এ সময় তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়তে থাকে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

সর্বশেষ খবর