Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ জুন, ২০১৬ ২৩:৩৪
আজারবাইজান প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
নিজস্ব প্রতিবেদক

আজারবাইজান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে প্রেসিডেন্ট আলিয়েভ দারিদ্র্য বিমোচনে প্রফেসর ইউনূসের অবদানের প্রশংসা করেন এবং তার দেশের উন্নয়নে সামাজিক ব্যবসা কী ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে আলোচনা করেন।

গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। ১৮ জুন প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সে দেশের প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানানো হয়। প্রফেসর ইউনূস ওই দিনই তার তিন দিনের আজারবাইজান সফরে সে দেশে পৌঁছান।

up-arrow