শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুরো রাজশাহী অঞ্চলে চলছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। বুধবার বিকালে এক পসলা বৃষ্টির পর থেকেই এ অবস্থা। ফলে রোজার মাসে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এ অঞ্চলের মানুষ। বন্ধ আছে সব ধরনের কল-কারখানা। বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বৃষ্টির সময় রাজশাহীর কাটাখালীতে থাকা বিদ্যুৎ উপকেন্দ্রের সঞ্চালন লাইনের তিনটি ফিডারে আগুন ধরে যায়। এরপর থেকে রাজশাহী অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। রাতে কিছু কিছু এলাকায় সামান্য সময়ের জন্য বিদ্যুত সংযোগ দেওয়া হলেও কয়েক মিনিটের মধ্যে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে টানা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বন্ধ আছে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম। বুধবার সন্ধ্যায় ইফতারিসহ অন্ধকারের মধ্যেই মুসল্লিদের সেহরি খেতে হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর