শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-বরিশাল রুটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক লঞ্চ পারাবত-১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা নৌরুটে যুক্ত হচ্ছে আরও একটি বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ। মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির ব্যানারে নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির লঞ্চটি ঈদের আগেই চলাচলের সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এমভি পারাবত-১২ নামের লঞ্চটি এ যাবতকালের সর্ববৃহৎ নৌযান। লঞ্চটিতে রয়েছে আধুনিক ও বিলাসবহুল কেবিন, উন্মুক্ত ওয়াইফাই ব্যবস্থা, এটিএম বুথের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা ও সুসজ্জিত খাবার হোটেল। লঞ্চের করিডোর গুলোতে রয়েছে নান্দনিক ডিজাইন। তিন তলা বিশিষ্ট ২৯৬ ফিট দৈর্ঘ্য এবং ৪৮ ফিট প্রস্থের লঞ্চটির লোয়ার ডেক, আপার ডেক ও দুই শতাধিক প্রথম শ্রেণির কেবিন এবং ৭টি ভিআইপি কক্ষে অনুমোদিত যাত্রী ধারণক্ষমতা ১ হাজার ৫০০ জন। রাবেয়া শিপিং কোম্পানির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম ভূঁইয়া জানান, লঞ্চটির নির্মাণের সময় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্যোগকালীন মুহূর্তে যাত্রীদের জীবন বাঁচানোর জন্য রাখা হয়েছে পর্যাপ্ত লাইফ বয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর