শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ডিবি পরিচয়ে দুই তরুণী অপহরণ, নারী আটক

মুক্তিপণ আদায়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক থেকে দুই ছাত্রীকে অপহরণের পর উজিরপুর সদরে নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ভুয়া নারী ডিবি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভাড়া প্রাইভেট কার জব্দ করা হয়। অপহৃতদের একজন বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী। অপরজন তার খালাতো বোন বাউফল ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

এ সময় আটক করা হয় অপহরণকারী চক্রের হোতা ভুয়া ডিবি সদস্য নগরীর কাশীপুর চৌমাথার রাজ্জাক ইসলামের মেয়ে রাইয়ানা ইসলাম ওরফে সাহিদাকে। নগরীর বটতলার একটি বিউটি পার্লারের কর্মী সাহিদা সাগরদী চান্দু মার্কেট এলাকার একটি বাসায় ডিবি পুলিশ পরিচয়ে ভাড়া থাকেন। এ ঘটনায় ওই রাতেই নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।  পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে দুই তরুণী কীর্তনখোলা নদী তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কে বেড়াতে যায়। এ সময় মহিলা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাহিদা ওই দুই তরুণীকে জানায়, বরিশালের সাবেক পুলিশ কমিশনারের মেয়ে খুলনা থেকে অপহৃত হয়েছেন। ওই অপহরণে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের একটি প্রাইভেট কারে উজিরপুর উপজেলা সদরের সরদার বোর্ডিং হাউসে নিয়ে আটকে রাখে। পরে তাদের মুক্তির বিনিময়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে সাহিদা। বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা নিতে ব্যর্থ হয়ে সোনার চেইন ও দুটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর