Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুন, ২০১৬ ২৩:১১
শিক্ষানীতি বাতিল করতেই হবে
——————— পীর চরমোনাই
নিজস্ব প্রতিবেদক
শিক্ষানীতি বাতিল করতেই হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘৯২ ভাগ মুসলমানের ইমান ও আমলের ওপর চরম আঘাতকারী শিক্ষানীতি ২০১০, শিক্ষা আইন ২০১৬ ও বিতর্কিত সিলেবাস বাতিল করতেই হবে। এজন্য প্রয়োজনে ইমানদার জনতা জীবন ও রক্ত দিতে প্রস্তুত রয়েছেন।’ গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন ডা. মুখতার হুসাইন, মাওলানা আবু জাফর আহমদুল্লাহ, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

এই পাতার আরো খবর
up-arrow