শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

একাদশে ভর্তিতে প্রথম অপেক্ষমাণ তালিকার মেধাক্রম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম অপেক্ষমাণ তালিকায় মনোনীতদের তথ্য প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রথম অপেক্ষমাণ তালিকায় ৭ লাখ ১৮ হাজার ৯২২ জন স্থান পেয়েছে। এটি শূন্য আসনের তুলনায় সাড়ে ৫ গুণ বেশি।

গতকাল www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনকারীরা অনলাইনে তাদের রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন  নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। এ ছাড়াও আবেদন করা কলেজের নোটিস বোর্ডেও ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা। অপেক্ষমাণ তালিকা থেকে ২৫-২৭ জুনের  মধ্যে শূন্য আসনে ভর্তি করা হবে। বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ জুলাই  থেকে।

সর্বশেষ খবর