শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত : ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতীয় বাজেটে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল ঢাবির পুরাতন সিনেট ভবন মিলনায়তনে ‘বাজেট ২০১৬-১৭ পর্যবেক্ষণ ও মতামত’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে তিনি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টারের পরিচালক অধ্যাপক এম আবু ইউসুফ। সম্মেলনে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর