শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

বস্ত্র খাতে বিনিয়োগে আগ্রহী কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বস্ত্রশিল্পে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা। কোরিয়ার বস্ত্র ব্যবসায়ীরা মানের দিক থেকে বস্ত্র খাতকে অনেক অগ্রসর করেছেন। তারা ফুল, ফল ও প্রাকৃতিক উপায়ে বস্ত্র প্রস্তুত করছেন। বাংলাদেশের সম্ভাবনাময় এ শিল্পে সরকার বিশেষ নজর দিলে কোরিয়াসহ বিশ্বের অনেক দেশের উদ্যোক্তারা আসবেন। দক্ষিণ কোরিয়ার উদ্যোক্তারা এখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী আছেন। স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) সভাপতি আজিজুল হক এসব তথ্য জানান। রাজধানীর পল্টনে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা কোরিয়ান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেছি, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি শান্ত, অস্থিরতা নেই।

সর্বশেষ খবর